ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি ৫ জন শ্রমিক
আমার কথা, দুর্গাপুর, ২০ এপ্রিল:
আবারও দুর্ঘটনা দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানায়। বিষাক্ত গ্যাসের প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন ওই কারখানার ৫জন শ্রমিক। এদের মধ্যে দুজন স্থায়ী শ্রমিক ও তিনজন ঠিকা কর্মী। বর্তমানে তারা দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসাধীন।
কারখানা সুত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানার ২নং ব্লাস্ট ফার্নেস বিভাগে কাজ করছিলেন দুজন স্থায়ী কর্মী সুনীল হাজরা ও পরিমল মন্ডল। সাথে কাজ করছিলেন নুর আলম, টোটন কাবাড়ি ও নুর আলম জামাদার নামে আরো তিনজন অস্থায়ী ঠিকা কর্মী।
অসুস্থ সুনীল মন্ডল জানান, “মনিটরে দেখি হঠাৎ করেই গ্যাসের মাত্রা বেশি। আমরা অসুস্থ বোধ করছিলাম। আমাদের জল খেতে বলা হয়। কিন্তু তারপরে গ্যাসের মাত্রা এতটাই বেড়ে যায় যে আমরা ঝিমিয়ে পড়ি। তারপরেই আমাদের তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়”।
কারখানা সুত্রে জানা গিয়েছে, ব্লাস্ট ফার্নেসের কোনো গ্যাস যা ওপরে উঠে আগুন হয়ে পুড়ে যাওয়ার কথা, সেই গ্যাস হঠাৎ নিচে বাতাসে মিশে যাওয়ায় এই বিপত্তি ঘটে।
এই ঘটনার জেরে ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে কারখানার মধ্যে। দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে বার বার এভাবে দুর্ঘটনার মধ্যে পড়ছেন শ্রমিকরা। ফলে বার বারই প্রশ্নের মুখে পড়ছে শ্রমিক নিরাপত্তা।