ফের অন্ডাল, ভোটের আগে ম্যারাথন আগ্নেয়াস্ত্র উদ্ধার খনি অঞ্চলে
আমার কথা, অন্ডাল, ১৬ মার্চ:
নির্বাচনের আগে ফের পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়লো এক দুষ্কৃতী। শুক্রবার রাত এগারোটা নাগাদ সিঁদুলি এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল হরিপুর বাজার কালী মন্দির এলাকার বাসিন্দা নন্দদুলাল সাউ নামে এক যুবক। সন্দেহ হওয়ায় টহলরত অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ ওই যুবককে প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে তল্লাশি করে। তল্লাশির সময় যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশী পাইপগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ। পুলিশ ওই দুষ্কৃতিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আগ্নেয়াস্ত্র অন্য কাউকে বিক্রির উদ্দেশ্য ছিল ধৃতের বলে ধারনা পুলিশের। আজ শনিবার ধৃতকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতের আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রের খবর। এর আগে গত বুধবার বাঁকোলা থেকে কুমারডিহি যাওয়ার রাস্তা সংলগ্ন উড়িয়া ধাওড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
চলতি মাসের ১৩ তারিখ অন্ডালে, তারপর ১৪ তারিখ রানীগঞ্জে এরপর ফের ১৫ তারিখ অন্ডালে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। নির্বাচনের প্রাক্কালে খনি অঞ্চলে ম্যারাথন আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। ঘটনায় বেশ সাড়া পড়েছে খনি এলাকাগুলিতে।