ফের দুর্গাপুরে দামোদরের ক্যানেলে তলিয়ে মৃত্যু, মারা গেল এক কিশোর
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪আগস্টঃ
ফের দামোদরের ক্যানেলের জলে তলিয়ে মৃত্যু। তবে এবার শিশু নয় এবার মৃত্যু হল বছর পনেরোর এক কিশোরের। করন বাসফোরে নামে ওই কিশোর দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ব্যারেজ সংলগ্ন আমবাগান এলাকার বাসিন্দা ছিল।
স্থানীয় সুত্রে জানা গেছে, আজ সোমবার ক্যানেলের জলে স্নান করতে নামে ওই কিশোর। কিছুক্ষনের মধ্যেই তলিয়ে যায় করন। এরপর স্থানীয়রা জলে ঝাঁপিয়ে কিশোরের খোঁজ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই করনকে উদ্ধার করা সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। তলিয়ে যাওয়া ওই কিশোরকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক করনকে পরীক্ষা করে মৃত বলে জানান। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে করনের এলাকায়।
প্রসঙ্গতঃ চলতি মাসের ১২ তারিখে কোকওভেন থানার অন্তর্গত সুকান্তপল্লী এলাকায় এভাবেই ক্যানেলের জলে তলিয়ে মৃত্যু হয়েছিল বাবা মায়ের একমাত্র সন্তান বছর তিনেকের ফুটফুটে বিশ্বজিৎ চক্রবর্ত্তীর। সকালে ঘুম থেকে উঠে বাবা মায়ের অলক্ষ্যে তাদের চোখ এড়িয়ে ক্যানেলের ধারে পৌঁছে গেছিল ওই দুধের শিশুটি। এরপর যখন শিশুটির খোঁজ শুরু হয় ততক্ষণে সব শেষ। ক্যানেলের জল থেকে উদ্ধার হয়েছিল বিশ্বজিতের নিথর দেহ।