আবারও ধস বহুলা গ্রামে, আতঙ্ক
আমার কথা, অন্ডাল, ২০ ফেব্রুয়ারী:
ধসের ঘটনাকে কেন্দ্র করে বহুলা গ্রামে ছড়িয়েছে আতঙ্ক। মঙ্গলবার বেলা ১২-টা নাগাদ গ্রামের বাদ্যকর পাড়ার কাছাকাছি ঘটেছে ধসের ঘটনাটি। ধসের কারণে মাটি বসে জায়গাটিতে তৈরি হয়েছে বড় গর্ত।
রীনা বাদ্যকর, তরুণ বাদ্যকরা জানান কয়েক মাস আগেও ধসের ঘটনা ঘটেছিল এলাকাতে। সেই সময় ইসিএল কর্তৃপক্ষ মাটি ভরাট করে জায়গাটি সমতল করে দিয়েছিল। আবার একই ঘটনা ঘটলো। বারবার ধসের কারণে এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। খবর পেয়ে ধসের জায়গাটি পরিদর্শন করতে আসেন ইসিএল আধিকারিকেরা। তবে কি কারনে বারবার এমনটা হচ্ছে সে বিষয়ে তারা কোন প্রতিক্রিয়া দেয়নি।