ফের ভুলে ভরা বক্তব্য সুনীল মণ্ডলের, বিস্ফোরনে জখম মন্ত্রীকে ভাষনে পাঠিয়ে দিলেন পরলোকে
আমার কথা, পশ্চিম বর্ধমান(বুদবুদ), ১৯ফেব্রুয়ারীঃ
আবারও ভুল বক্তব্য রাখলেন সদ্য বিজেপিতে যোগদানকারী তৃণমূল সাংসদ সুনীল মন্ডল। এদিন তিনি বলেই বসলেন বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে রাজ্যের মন্ত্রীর।
প্রসঙ্গতঃ মুর্শিদাবাদের নিমতিতায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী। তাঁকে নিয়ে শাসকদলকে এক হাত নিতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন সুনীলবাবু। সভায় উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করতে গিয়ে তিনি আহত মন্ত্রীকে একেবারে পরলোকেই পাঠিয়ে দিলেন। বলেন, মুর্শিদাবাদের নিমতিতায় বোমা বিস্ফোরনে মৃত্যু হয়েছে মন্ত্রীর। যে রাজ্যে একজন মন্ত্রী সুরক্ষিত নয় সেই রাজ্যে মানুষ কি ভাবে সুরক্ষিত থাকবে।
এর আগেও একাধিক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ভুল মন্তব্য করে বসেন। এদিনও তিনি বলে বসলেন রাজ্যের মন্ত্রী তাকেও চলে যেতে হলো তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়। চারিদিকে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালাচ্ছে আর বিজেপির উপর দোষ চাপানো হচ্ছে। এমন কি এদিন একই সভা মঞ্চে উপস্থিত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকে তিনি বলে বসলেন সংহমিত্রা দি। সংঘমিত্রাদি নাকি তাকে বলেছেন এলাকায় শিল্প হয় নি। তার ব্যাখ্যা দিতে গিয়ে বর্ধমান দুর্গাপুরের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতার নাম উচ্চারণ করে বসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কে দেখিয়ে।
সুনীলবাবুর এই বারংবার ভুলে ভরা বক্তব্য প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশ বলেন, বিজেপিতে যোগ দিলেও এখনও তৃণমূলের মায়া কাটাতে পারেননি সুনীলবাবু। তাই বারংবার তাঁর কথাতে তৃণমূলের নেতা নেত্রীর নাম তাঁর মুখে চলে আসছে।