ভূমি পুজোর পর এবার পাঁচিল তোলা, পর পর স্থানীয়দের বিক্ষোভের মুখে ডিএসপি কর্তৃপক্ষ
আমার কথা, দুর্গাপুর, ২৭ অক্টোবর:
কারখানা সম্প্রসারণের জন্য পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ স্থানীয়দের।
ভূমি পুজোর পর এবার কারখানা সম্প্রসারণের জন্য পাঁচিল দিতে এসে স্থানীয়দের ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। ঘটনাস্থল দুর্গাপুরের গোপালমাঠ সংলগ্ন বনগ্রাম এলাকা। শুক্রবার সকালে এই এলাকায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কারখানা সম্প্রসারণের জন্য পাঁচিল দেওয়ার কাজ শুরু করে। শুক্রবারই গোপালমাঠ ও বনগ্রাম এলাকার লোকজন বাধা দেয় সেই কাজ করতে, দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কাজ শুরু করতে এলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক কর্তারা। আধিকারিকদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয় গ্রামবাসিরা, যে আন্দোলনকে সমর্থন করে পাশে দাঁড়ায় গোপালমাঠ ভূমি রক্ষা কমিটি। দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা, কারখানার জন্য তাদের কেউ কেউ জমিও দিয়েছেন আর আজ কিনা তাদেরকে উচ্ছেদ করার চক্রান্ত করছে কর্তৃপক্ষ, এই অভিযোগে কর্তৃপক্ষকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ শুরু হয়, শুরু হয় কথা কাটাকাটি। শেষ পর্যন্ত স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক কর্তারা ফিরে যেতে বাধ্য হয়। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, এলাকার স্বার্থে কাজ করছে কর্তৃপক্ষ আর তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। গোটা ঘটনাকে ঘিরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে গোপালমাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায়।