পুনর্বাসনের দাবিতে ডিভিসির বিরুদ্ধে প্রতিবাদে মায়াবাজারের বাসিন্দারা
আমার কথা, দুর্গাপুর, ৪ নভেম্বর:
পুনর্বাসনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বস্তিবাসীদের।
দুর্গাপুরের মায়াবাজারের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বস্তিবাসীরা।
কারখানা সম্প্রসারণ এর জন্য জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যেই শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ।
মায়াবাজার এলাকায় বেশ কয়েকটি বস্তি রয়েছে ডিভিসি(ডিটিপিএস) এর জমির উপর বসবাসকারী বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে কিন্তু পুনর্বাসনের কথা বলা হয়নি
তাই পুনর্বাসনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।