দুই শ্রমিক নেতার সাসপেন্সন প্রত্যাহারের দাবিতে উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানা
আমার কথা, দুর্গাপুর, ১৬ অক্টোবর:
দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের উপস্থিতি নথিবদ্ধ করার জন্য বায়োমেট্রিক পদ্ধতি চালু করার বিরুদ্ধে সরব হয়েছে সাতটি শ্রমিক সংগঠন। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। অভিযোগ এই পদ্ধতিতে শ্রমিকদের সমস্ত তথ্য বেসরকারী হাতে চলে যাবে। এরই মধ্যে পুজো চলে এসেছে, কিন্তু এখনো কর্তৃপক্ষ কোনো বোনাস দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি। পাশাপাশি রয়েছে ৩৯ মাসের বকেয়া বেতনের দাবিও। এছাড়াও ঠিকা শ্রমিকদের বেতন পরিকাঠামো পুনর্বিন্যাসের দাবি। এসব নিয়ে গত শুক্রবার প্রতিবাদ জানাতে গিয়ে সাসপেন্ড হন সিটু নেতা সীমন্ত চ্যাটার্জি ও হিন্দ মজদুর সভার নেতা সুকান্ত রক্ষিত। এরই প্রতিবাদে আজ সকাল থেকে বিক্ষোভ কর্মসূচীতে সামিল হয়েছেন ইস্পাত কারখানার অধিকাংশ শ্রমিকরা। সকাল ৭.৪৫ থেকে মেন গেটের সামনে প্রতিবাদে সামিল হয় শ্রমিক সংগঠনগুলি। প্রতিবেদন লেখার সময় জানা গিয়েছে আর.এম.এইচ.পি ডিপার্টমেন্টে চলছে এই বিক্ষোভ। এরপরেও দফায় দফায় বিভিন্ন কারখানার বিভিন্ন জায়গায় তারা এই বিক্ষোভ কর্মসূচী পালন করবেন বলে জানানো হয়েছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। তাদের পূর্ব দাবি সহ দুই নেতার সাসপেন্সন তোলার দাবিও জানান তারা।