কারখানার সম্প্রসারন রুখে পুনর্বাসনের দাবি ডিটিপিএস কলোনীর বাসিন্দাদের
আমার কথা, দুর্গাপুর, ১ ফেব্রুয়ারী:
ফের মাথা চাড়া দিল ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির আন্দোলন। দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ডের ডিটিপিএস কলোনির বস্তির সামনে রাষ্ট্রায়ত্ব কারখানা সম্প্রসারণের কাজ চলছিল। কংক্রিটের প্রাচীর দেওয়ার কাজ চলছিল। চলছিল কংক্রিটের পিলার দেওয়ার কাজও। পুনর্বাসনের দাবিতে রাষ্ট্রায়ত্ব সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সম্প্রসারনের কাজ বন্ধ করে নির্মাণ ভেঙে আন্দোলনে নামে বস্তিবাসীরা। ব্যাপক উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথে তুমুল বচসা শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, “পুনর্বাসন বিহীন উচ্ছেদ করে রাষ্ট্রায়ত্ত্ব কারখানা সম্প্রসারণ করা হলে তাঁরা কোথায় যাবেন। একাধিক বার দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কর্তৃপক্ষকে জানানো হলেও কোন কর্ণপাত করছে না। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারও তাদের পুনর্বাসন নিয়ে ভাবছেন না। যতক্ষণ না পর্যন্ত তাঁদের পুনর্বাসন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে। সম্প্রসারণের জন্য প্রাচীর করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন।” যদিও পুলিশের অশ্বাসেই ওঠে আন্দোলন।