বেহাল পরিষেবার অভিযোগ তুলে পোস্ট অফিসে তালা ঝোলালো গ্রাহকরা
আমার কথা, পান্ডবেশ্বর, ১১ সেপ্টেম্বর:
বেহাল পরিষেবা, পোস্ট অফিসে তালা বন্ধ করে বিক্ষোভ গ্রাহকদের। পোস্ট অফিসে স্টাফ নেই। বেহাল পরিষেবা, দিনের পর দিন হয়রানির শিকার হতে হয় এই অভিযোগে পোস্ট অফিসে তালা ঝুলিয়ে দিল গ্রাহকদের একাংশ। বহুলা পোস্ট অফিসের ঘটনা।
এম আই এস সহ টাকা লেনদেনের ক্ষেত্রে বহুলা পোস্ট অফিসের উপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দাদের একাংশ। কিন্তু পোস্ট অফিসের পরিষেবা ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। খাতা কলমে চারজন স্টাফ থাকার কথা থাকলেও অনেকে পোস্ট অফিসে আসেন না নিয়মিত। টাকা জমা অথবা তোলার ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয়। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের হেলদোল নেই এই অভিযোগে সোমবার পোস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকদের একাংশ। বেলা ১১টা থেকে টানা বিক্ষোভ চলে। পোস্ট অফিস গেটে তালা ঝুলিয়ে দেওয়ার ফলে পোস্টমাস্টার সহ স্টাফদের দাঁড়িয়ে থাকতে হয় বাইরে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনবাহাল ফাঁড়ির পুলিশ। গ্রাহক সন্দীপ সরকার, প্রদীপ চক্রবর্তীরা জানান পোস্ট অফিসে স্টাফরা সময় মতো আসেন না। টাকা তুলতে এলে বিভিন্ন অজুহাত দেখিয়ে গ্রাহকদের হয়রানি করা হয়। বিষয়টি পোস্টমাস্টারকে বহুবার জানানো সত্বে ও ব্যবস্থা না নেওয়ায় এদিনের বিক্ষোভ বলে জানান তারা।
পোস্টমাস্টার তপন দাস বলেন চারজন স্টাফ এর দুজন ছুটিতে আছেন। স্টাফের তুলনায় কাজের চাপ বেশি সেই কারণে কিছু সমস্যা হচ্ছে বলে জানান তপন বাবু। স্টাফ বাড়ানো সহ অন্যান্য অসুবিধার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন তিনি।