সিটিসেন্টারে বেসরকারী হোটেলের সামনে রোজভ্যালির আমানতকারী ও এজেন্টদের বিক্ষোভ
আমার কথা, দুর্গাপুর, ৩০ আগস্ট:
রোজভ্যালির আমানতকারী ও এজেন্টদের বিক্ষোভ দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলের সামনে। মঙ্গলবার আনুমানিক দুপুর ০১:২৫ মিনিটে দুর্গাপুর সহ অন্যান্য জায়গার রোজভ্যালিতে রাখা টাকা আমানতকারী ও এজেন্ডরা বিক্ষোভে সামিল হন দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলের সামনে । তাদের দাবি বিগত দিনে দুর্গাপুরে রোজভ্যালির যে হোটেল ছিল তা পুনরায় অন্য সংস্থা আদালতের নির্দেশে চালু করেছে। কিন্তু রোজ ভ্যালির আমানতকারীরা এখনো পর্যন্ত টাকা পাননি। তাই তাদের দাবি যে রাজ্যে রোজভ্যালির বিভিন্ন হোটেলগুলি পুনরায় অন্য সংস্থার মারফত চালু হলেও, আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরত দেয়ার ব্যবস্থা করুক সরকার।