স্থানীয়রা বঞ্চিত, বহিরাগতদের নিয়োগ, অভিযোগে দুর্গাপুরে বেসরকারি কারখানায় বিক্ষোভ
আমার কথা, দুর্গাপুর, ২৩ ফেব্রুয়ারী:
স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের নামো সগড়ভাঙার একটি বেসরকারি ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ। এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় কারখানার পরিবহন। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী। বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। স্থানীয় যুবকদের দাবি অবিলম্বে ২০০ জন বেকার যুবককে কাজে নিয়োগ করতে হবে সাথে আরও অভিযোগ করেন বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ কোনভাবেই তাদের কাজে নিযুক্ত করে না। বারবারই তাদেরকে বঞ্চিত হতে হয় কাজ থেকে। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা।