স্মার্ট মিটার প্রকল্প বাতিলের দাবিতে খনি অঞ্চলে বিক্ষোভ
আমার কথা, অন্ডাল, ৩ নভেম্বর:
স্মার্ট মিটার প্রকল্প বাতিল ও বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারীকরণ রুখতে উখরা বিদ্যুৎ কার্যালয়ে বিক্ষোভ দেখালো সিপিআইএম । শুক্রবার বেলা ১১- টা থেকে ১২-টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলে । পরে আধিকারিকের হাতে দেওয়া হয় দাবি সনদ ।
সিপিআইএম দলের দামোদর অজয় নর্থ এরিয়া সমন্বয় কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারিকরণ ও স্মার্ট মিটার প্রকল্প বাতিলের দাবিতে শুক্রবার উখড়া বিদ্যুৎ কার্যালয়ে করা হয় বিক্ষোভ কর্মসূচি । সংগঠনের পক্ষে অঞ্জন বকশী জানান প্রচলিত বিদ্যুৎ মিটারের পরিবর্তে স্মার্ট মিটার লাগানোর প্রকল্প নিয়েছে বিদ্যুৎ দপ্তর । এই প্রকল্প বাস্তবায়িত হলে সমস্যার সম্মুখীন হতে হবে বিদ্যুৎ গ্রাহকদের । বাড়বে বিদ্যুৎ খরচের মাশুল । বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারিকরণ করার এটা প্রাথমিক ধাপ বলে দাবি করেন অঞ্জন বাবু । স্মার্ট মিটার প্রকল্প বাতিল ও বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারিকরণ রুখতেই এদিনের বিক্ষোভ বলে জানান তিনি।