মাথায় ব্যান্ডেজ বেঁধে রাস্তায় বসে ভোট সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ
admin
July 9, 2023
আমার কথা, আসানসোল, ৯ জুলাই:
আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আসানসোল বি এন আর মোড়ে। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের ছাপ্পা ভোট এবং রক্তাক্ত বাংলা তৃণমুলের বিরুদ্ধে প্রতিবাদে মাথায় ব্যান্ডেজ বেঁধে রাস্তায় নেমে এই প্রতিবাদ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। নেতৃত্বে ছিলেন আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পল। এদিন তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচন কমিশনারের ছবি জ্বালিয়ে প্রতিবাদ করেন।