“চোরের রানী” লেখা হাওয়াই চটি পুড়িয়ে দুর্গাপুরে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার
আমার কথা, দুর্গাপুর, ৫ মে:
চোরের রানী লেখা চটি পুড়িয়ে দুর্গাপুরে মহকুমা শাসকের দফতরে সামনে বিক্ষোভ দেখালো বিজেপি যুব মোর্চার কর্মীরা। সঠিক সময়ে দুর্গাপুর পুরসভার নির্বাচন না করার প্রতিবাদে সাথে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার দুর্গাপুরে বিজেপি যুব মোর্চার কর্মীরা আইন অমান্য কর্মসূচী পালন করেন। অভিযুক্ত তৃণমূল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে বিজেপি যুব মোর্চার অভিনব আন্দোলন দুর্গাপুরে। সিটি সেন্টারের কবিগুরু দ্বিতীয় স্টপেজ থেকে এদিন বিকেলে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি সিটি সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে আচমকা দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সামনে এসে বসে পড়ে। তুমুল বিক্ষোভ শুরু করে দেয় বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা। দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের সামনে চোরের রানী লেখা চটি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয় আন্দোলনকারীরা।