“ভোটের নামে রক্তের হোলি খেলা হয়েছে” অভিযোগ তুলে দুর্গাপুরে বিক্ষোভ কংগ্রেসের
আমার কথা, দুর্গাপুর, ৯ জুলাই:
২০২৩ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে এখনো পর্যন্ত্য মৃত্যু হয়েছে ১৮ জনের। ছাপ্পা ভোট, অশান্তি, ভোট লুট এসব নিয়ে এবার সোচ্চার হল জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার নেতা কর্মীরা। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে আজ রবিবার দুর্গাপুরে পথে নেমে রাস্তা অবরোধ করে টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন জাতীয় কংগ্রেস কর্মীরা।
রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টার ডিএমসি মোড় অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা।
জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন নির্বাচনের নামে প্রহসণ হয়েছে। চারিদিকে রক্তের হোলি খেলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলুন আমরা মেনে নেবো যে তৃণমূল জিতে গেছে। অন্তত এই নির্বাচনের নামে খুন খারাপি বন্ধ হোক।
এদিন কংগ্রেস কর্মীরা ডিএমসি মোড় প্রায় ৩০ মিনিট ধরে অবরোধ করে রাখেন। ঘটনাস্থলে উপস্থিত ছিল দুর্গাপুর থানার পুলিশ।কিছুক্ষণ অবরোধ রাখার পর অবরোধ তুলনায় বিক্ষোভকারীরা।