কামদুনি ধর্ষণকান্ডে অভিযুক্তদের খালাসের প্রতিবাদে আসানসোলে কংগ্রেসের বিক্ষোভ
আমার কথা, আসানসোল, ১২ অক্টোবর:
জেলা কংগ্রেসের পক্ষ থেকে কামদুনির ধর্ষণকান্ডে অভিযুক্তদের বেকসুর খালাসের প্রতিবাদে আসানসোলে এক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের পুলিশ ও সিআইডির গাফিলতিতে কামদুনির অপরাধীদের বিরুদ্ধে যথার্থ প্রমাণ পেশে রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই আজ অপরাধীরা মুক্ত আর কামদুনির নির্যাতিতা ও পরিবার কাঁদে নিভৃতে।
মহামান্য আদালতের রায় যাইহোক না কেন, জাতীয় কংগ্রেস কামদুনি কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে ছিলো, আছে। ভবিষ্যতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয় এদিন।
পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস নেতৃত্বে আসানসোল রবীন্দ্র ভবনের নিকট প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।