বকেয়ার দাবিতে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের
আমার কথা, লাউদোহা, ৫ ফেব্রুয়ারী:
কথা মতো লিভ বোনাস সহ অন্যান্য দাবিতে গেট বন্ধ করে কারখানার ভেতর বিক্ষোভ দেখালো শ্রমিকরা। সরপি মোড় সংলগ্ন একটি বেসরকারি কারখানার ঘটনা।
সোমবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপি মোড় সংলগ্ন নেপচুন ইস্পাত প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখালো কারখানার শ্রমিকেরা। শ্রমিকদের পক্ষে সুভাষ রুইদাস জানান কারখানায় কাজ করে ৪০ জন শ্রমিক। আমাদের লিভ বোনাস বকেয়া রয়েছে। মকর সংক্রান্তির দিন লিভ বোনাসের টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা আজও দেয়নি। শ্রমিকদের পক্ষ থেকে বকেয়া মিটিয়ে দেবার জন্য ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত কর্তৃপক্ষকে সময়সীমা দেওয়া হয়েছিল। গতকাল সময়সীমা পেরিয়ে যাওয়ায় এদিন বাধ্য হয়েই শ্রমিকেরা বিক্ষোভে সামিল হয়েছে বলে জানান সুভাষ বাবু। বিষয়টি নিয়ে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি তথা শ্রমিক নেতা শতদীপ ঘটক বলেন দলীয় কর্মসূচিতে ব্যস্ত রয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব, তবে শ্রমিকদের পক্ষেই তৃণমূল রয়েছে বলে জানান তিনি।
সংস্থার কর্ণধার নির্মল পদ্রাজিকে বেশ কয়েকবার মোবাইলে ফোন করা হলেও তার ফোনের সংযোগ না হওয়ায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।