শ্রমিক স্বার্থে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে গণ অবস্থান আইএনটিইউসির
আমার কথা, দুর্গাপুর, ২৫ জুলাই:
শ্রমিক বিরোধী নীতি ও পূর্ণাঙ্গ বেতন চুক্তির দাবিতে কংগ্রেস শ্রমিক সংগঠন আই.এন.টি.ইউ.সি এর পক্ষ থেকে মঙ্গলবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের গেটের সামনে সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থানে বসল আজ। আই এন টি ইউ সি জেলা সভাপতি সুভাষ সাহা জানান ঠিকা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করতে হবে। প্রাপ্য ছুটি প্রদান করতে হবে। অস্থায়ী শ্রমিক থেকে প্রতি নির্দিষ্ট হারে স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে। ১০দফা দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। সুভাষ সাহা বলেন আই এন টি ইউ সির রাজ্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে এদিন এএসপি কারখানা ও দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে এই সকল দাবি সম্মিলিত স্বারকলিপিও জমা করেন তারা।
এদিনের কর্মসূচীতে অংশ নেন আইএনটিইউসির রাজ্য সভাপতি কামরুজ্জামান কামার, আইএনটিইউসির সাধারন সম্পাদক হরজিৎ সিং, কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সহ কংগ্রেস নেতা সুভাষ সাহা, ইন্দ্রজিৎ সিং, চন্ডী ব্যানার্জি, অসীম মসান।