বদলি নিয়ে আতঙ্কিত শ্রমিকরা, প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ
আমার কথা, পান্ডবেশ্বর, ১১ মার্চঃ
কোন শ্রমিককে অন্য কোথাও বদলি করা যাবে না এই দাবিতে সোমবার তিলাবনি কোলিয়ারিতে বিক্ষোভে সামিল হল ৮ টি শ্রমিক সংগঠন। বিক্ষোভের জেরে বন্ধ রইলো এমডিও প্রকল্পের কাজ। আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে কর্তৃপক্ষ জানায়।
বাঁকোলা এরিয়ার তিলাবনি কোলিয়ারিতে চলছে এমডিও প্রকল্পে কয়লা উৎপাদনের তোড়জোড়। এই প্রকল্পে কয়লা উৎপাদনের দায়িত্ব পেয়েছে একটি বেসরকারি সংস্থা। বর্তমানে দায়িত্বপ্রাপ্ত সংস্থার তত্ত্বাবধানে চলছে পরিকাঠামো তৈরীর কাজ। প্রকল্পে অত্যাধুনিক যন্ত্রপাতি সাহায্যে কয়লা উৎপাদন হবে। সেই কারণে বদলি করা হতে পারে সংখ্যাগরিষ্ঠ কর্মীদের বলে আশঙ্কা তৈরি হয়েছে সংশ্লিষ্ট কোলিয়ারির স্থায়ী শ্রমিকদের মধ্যে। তিলাবুনি কোলিয়ারিতে দুটি পিট চালু রয়েছে । কোলিয়ারিতে বর্তমানে রয়েছে ৭২৩ জন স্থায়ী শ্রমিক । এমডিও প্রকল্প পুরোপুরি চালু হয়ে গেলে ১২৩ জন শ্রমিক বাদে বাকি শ্রমিকদের অন্যান্য কোলিয়ারিতে বদলি করা হবে আশঙ্কা ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে । একজন শ্রমিককেও বদলি করা চলবে না । এই বিষয়টি নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে এই দাবিতে সোমবার সকাল থেকে এমডিও প্রকল্পের কাজ বন্ধ করে একযোগে বিক্ষোভে সামিল হয়েছে ৮ টি শ্রমিক সংগঠন । শ্রমিক সংগঠনের নেতারা জানান এমডিও প্রকল্পের মাধ্যমে কয়লা খনি বেসরকারিকরণের প্রচেষ্টা চলছে । আমরা এই প্রকল্পের নীতিগতভাবে বিরোধী । কিন্তু কোলিয়ারিটির ভবিষ্যতের কথা ভেবেই আমরা এতদিন প্রকল্পের কাজে বাধা দিনি । কিন্তু এখন সূত্র মারফত জানতে পারছি ৭২৩ জন স্থায়ী শ্রমিকের মধ্যে মাত্র ১২৩ জন শ্রমিককে রেখে বাকিদের বদলি করা হবে কোন সংস্থার অন্যান্য কোলিয়ারি গুলিতে । এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না । একজন শ্রমিককেও অন্য কোথাও বদলি করা চলবে না, বদলি করার চিন্তাভাবনা কর্তৃপক্ষকে বাতিল করতে হবে এই দাবিতেই এই দিনের বিক্ষোভ বলে জানান তারা । বিষয়টি নিয়ে সরকারিভাবে সংস্থার আধিকারিকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে নাম প্রকাশ্য অনিচ্ছুক এক আধিকারিক জানান বিষয়টি নিয়ে শ্রমিক সংগঠনের নেতাদের সাথে আলোচনা চলছে । আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি ।