উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ঘেরাও
আমার কথা, কাঁকসা, ১৪ ডিসেম্বর:
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ২০০ টাকা, এমন অভিযোগ তুলে তার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ২টো থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ দেখালো কাঁকসা গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী। পরীক্ষার্থীদের অভিযোগ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য তাদের কাছ থেকে ৪০০ টাকা করে নেওয়া হয়েছে,
যেখানে ফর্ম ফিলাপের জন্য ২০০ টাকা নেওয়ার কথা সেখানে অতিরিক্ত ২০০ টাকা নিয়েছে বিদ্যালয়।
অতিরিক্ত ২০০ টাকা দিতে নারাজ পরীক্ষার্থীরা। প্রতিবাদে বিদ্যালয়ে শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যদের আটক করে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা।
ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার দুপুর থেকে বিদ্যালয় চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
টিচার ইনচার্জ সুচেতা পোদ্দার জানিয়েছেন, তিনি বিদ্যালয়ে এক বছর হল চাকরিতে যোগ দিয়েছেন।
গত বছর পরীক্ষার্থীদের কাছ থেকে যে পরিমাণ টাকা নেওয়া হয়েছিল সেই টাকাই এই বছর নেওয়া হয়েছে।
তিনি নতুন তাই এর বেশি তার কিছু জানা নেই বলে জানিয়েছেন তিনি।
পরিচালন সমিতির সভাপতি কাঞ্চন লায়েক জানিয়েছেন, বিদ্যালয়ের উন্নয়নের জন্য তারা ছাত্রদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ অতিরিক্ত ২০০ টাকা করে নিচ্ছেন।
তবে এই বিষয়ে কারোর আর্থিক সমস্যা থাকলে তারা লিখিত আবেদন জানালে সেই বিষয়ে তারা বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।