মহকুমা শাসকের দপ্তরে এসইউসিআই কর্মীদের প্রবেশে পুলিশী বাধা, ধ্বস্তাধস্তি
আমার কথা, (দেবনাথ মোদক)বাঁকুড়া, ৫ জানুয়ারি:
জাতীয় শিক্ষা নীতি বাতিল সহ বেশ কয়েকদফা দাবীতে মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ এসইউসিআই এর, জোর করে দফতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি
জাতীয় শিক্ষা নীতি বাতিল, কৃষি ক্ষেত্রে অত্যধিক বিদ্যুৎ বিল হ্রাস ও বকেয়া ডিএ প্রদান সহ মোট ১৬ দফা দাবীতে এসইউসি আই এর বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হল বাঁকুড়া সদর মহকুমা শাসকের দফতর। জোর করে বিক্ষোভকারীরা মহকুমা শাসকের দফতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তি বাধে। পরে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এসইউসিআই কর্মীরা।
জাতীয় শিক্ষা নীতি বাতিল, বকেয়া ডিএ প্রদান ও কৃষিক্ষেত্রে অতিরিক্ত বিদ্যুৎ বিল হ্রাস সহ ১৬ দফা দাবীতে এদিন বাঁকুড়া শহরে মিছিল করে এসইউসিআই। পরে এসইউসি আই কর্মীরা মহকুমা শাসকের দফতরে যান। সেখানে জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙে এসইউসিআই কর্মীরা মহকুমা শাসকের দফতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি চলার পর এসইউসিআই কর্মীরা রণে ভঙ্গ দেন। পরে মহকুমা শাসকের দফতরের মূল গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এসইউসিআই কর্মীরা।