কাজের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ আদিবাসীদের
আমার কথা, কাঁকসা, ১৯ জানুয়ারী:
কাজের দাবিতে কারখানার গেটের সামনে পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভে বসলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।
শুক্রবার সকাল ১১ টা নাগাদ কাঁকসার আকন্দরা এলাকার একটি বেসরকারি গ্যাস উত্তোলন সংস্থার গেটের সামনে ভারত জাকাত মাঝি পরগনার পক্ষ থেকে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা।
তাদের অভিযোগ তৃণমূলের সাথে যুক্তদের কাজে যোগদান করানো হলেও এলাকার বেকার আদিবাসী যুবকদের কাজে নেওয়া হচ্ছে না।
এই দাবিতে তারা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপশি মলানদীঘি থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
যতক্ষন না তাদের দাবি মানা হবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
যদিও কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নব কুমার সামন্ত জানিয়েছেন বিষয়টি তিনি খোঁজ নিয়ে যথাযত ব্যবস্থা গ্রহণ করবেন।