আবাস যোজনার টাকা নিয়ে রাজ্যকে তুলোধনা অগ্নিমিত্রার
আমার কথা, কাঁকসা, ৫ জুলাই:
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেনি।
বারোটা বছর কেটে গেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার মানুষের জন্য মাথার ছাদ পাঠিয়েছেন।
সেই বাড়ির টাকাগুলো কোথায় গেল?
বুধবার সন্ধ্যায় কাঁকসার গোপালপুরে নির্বাচনী জনসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিজেপির বিধায়কা অগ্নিমিত্রা পল।
তিনি বলেন গ্রামেগঞ্জে অনেক টালির বাড়ি রয়েছে।
তারা বাড়ি পায়নি, তাদের ঘরের উপর পলিথিন পাতা রয়েছে।
কারোর আবার অর্ধেকটাও জোটেনি। একদিকে পলিথিন আর একদিকে খোলা আকাশ।
তাই বাড়ি তৈরীর টাকাগুলো কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে চিৎকার করে সেই প্রশ্ন তুলতে শুরু করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
তিনি দাবি করেন লক্ষীর ভান্ডারের টাকা হোক বা বকটুই এর ঘটনায় যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণের যে টাকা দেওয়া হয়েছে তা
কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের নামে যে সমস্ত টাকা পাঠাচ্ছে সেখান থেকেই দেওয়া হোচ্ছে।
কারণ লক্ষীর ভান্ডারের টাকা তো মমতা বন্দোপাধ্যের পিতৃদেব রেখে যায় নি যে তিনি সেখান থেকে দেবেন।
কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা থেকে এদিক ওদিক দিয়ে সামলাচ্ছে।