দুর্গাপুরের সিটিসেন্টারে অবৈধ হুক্কাবারের আড়ালে মদের আসর, বন্ধের নির্দেশ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০অক্টোবরঃ
দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটিসেন্টার আর এই সিটিসেন্টারে চলছে রমরমিয়ে হুক্কাবার। শহরের যুব সম্প্রদায়ের কাছে আকর্ষণীয় এই হুক্কাবারেই আজ অভিযান চালানো হল দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে। মেয়র পারিশদ অমিতাভ বন্দোপাধ্যায়ের নেতৃত্বে আজ এই অভিযান চালানো হয়। আপাততঃ এই হুক্কাবারগুলি বন্ধের নির্দেস দেওয়া হল।
প্রসঙ্গতঃ বহুদিন আগে দুর্গাপুরে হুক্কাবার চালানোর লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হয় দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে যে এই হুক্কাবারগুলি আর চালানো যাবে না। তারপরেও প্রশাসনের এই নির্দেসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছিল হুক্কাবারগুলি বলে অভিযোগ। মেয়র পারিশদ অমিতাভবাবু বলেন যে সিটিসেন্টারের শিপং মল ও বেংগল অম্বুজা উপনগরীতে বিনা লাইসেন্সে রমরমিয়ে চলছে এই হুক্কাবারগুলি। আজ পাঁচটি হুক্কাবারে অভিযান চালানো হল। এই হুক্কাবারগুলির বেশির ভাগেই আড়ালে চলছে মদের আসর সহ ডান্সবার। বেশিরভাগ হুক্কাবারেরই লাইসেন্স পুনর্নবীকরন হয়নি বলে অভিযোগ। অমিতাভবাবু আরো জানান যে এদের আপাততঃ এই হুক্কাবার বন্ধ রাখার নির্দেস দেওয়া হয়েছে। তিনদিন পর দপ্তর খুললে তারপর এদের লাইসেন্স খতিয়ে দেখে সিওদ্ধান্ত নেওয়া হবে।
তবে এই করোনা পরিস্থিতিতে প্রশাসনের নাকের ডগায় কিভাবে হুক্কাবারগুলি তাদের কারবার চালাচ্ছিল তা নিয়েও উঠছে প্রশ্ন।