বৈদ্যনাথপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আমার কথা, লাউদোহা, ১৩ মেঃ
নকল ইভিএম মেশিন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত কোন্দা গ্রামে। সাংবাদিকদের দেখে এলাকা পালিয়ে গেল অভিযুক্তরা যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে।
দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট। রাজ্যে মোট আটটি কেন্দ্রে সকাল থেকে শুরু হয়েছে ভোত গ্রহণ। এদিন আসানসোল কেন্দ্রের অন্তর্গত পান্ডবেশ্বর বিধানসভার বেশ কিছু ভোটকেন্দ্রের বাইরে শাসকদলের জমায়েতের অভিযোগ তুলছে বিরোধীরা। বৈদ্যনাথপুর পঞ্চায়েতের ৪০ ও ৪১ নং বুথের বাইরেও তৃণমূল কর্মীদের জমায়েতের অভিযোগ আনছে বিরোধীরা। শুধু তাই নয় অনেক বুথেই শাসকদলের দাপটের কারনে বিরোধীরা তাদের এজেন্ট দিতে পারছে না বলেও অভিযোগ তুলছেন তাঁরা। পরে ওই জমায়েত সরিয়ে দেয় পুলিশ।
বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৪১ নম্বর বুথে তৃণমুল, নির্দল ও সিপিআইএমের এজেন্ট থাকলেও নেই বিজেপির এজেন্ট। পাশের ৪০ বুথে নির্দল দলের এজেন্ট থাকলেও দেখা গেল না বিরোধী দলের কোনো এজেন্টকে। অন্যদিকে পাণ্ডবেশ্বর এর কোন্দা গ্রামের একটি বুথের বাইরে নকল ইভিএম মেশিন নিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে নাকি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখেই নকল ইভিএম নিয়ে দৌড়ে পালালো অভিযুক্ত তৃণমূল কর্মী। এমনকি অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও। মূলতঃ কেন্দ্রীয় বাহিনীর প্রশংসা করতেও শোনা গেল তৃণমূলের মুখে।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকা করেছে শাসক দল। বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অক্ষয় বাউড়ি বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বুথে বিরোধীদের এজেন্ট কেন দেখতে পাওয়া যাচ্ছে না? এই প্রশ্নের উত্তরে প্রধান জানান, সব বুথেই এজেন্ট আছে। হয়ত কেউ কেউ খেতে গেছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও সন্তোষ প্রকাশ করেন অক্ষয় বাউড়ি। বলেন, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাও যথাযথ রয়েছে।