কাঁকসায় পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৭নভেম্বরঃ
সামনেই বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনে নিজেদের জায়গা পোক্ত করতে যেখানে বিরোধীরা কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সেখানে এখনও নিজেদের মধ্যে কোন্দলই বন্ধ করতে পারল না শাসকদল। এরকমই কোন্দলে জড়িয়ে পড়ে হাসপাতালে ভর্তি হলেন কাঁকসা ব্লকের ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান সারিনা বেগম, আর অভিযোগের কাঠগড়ায় নাম উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য বিনোদ গোস্বামীর।
পঞ্চায়েত প্রধান সারিনা বেগমের অভিযোগ, পঞ্চায়েত সদস্য বিনোদ গোস্বামী আজ সোমবার দপ্তরে এসে প্রধানের সহকারীর সাথে অভব্য আচরন করছিলেন। তা নিয়ে প্রধান প্রতিবাদ করলে তাঁর উপর টেবিল উল্টে দেন ওই পঞ্চায়েত সদস্য আর সেই টেবিল দিয়ে পেটে আঘাত পান সারিন বেগম বলে অভিযোগ। পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে পঞ্চায়েত প্রধান সারিনা বেগমকে।
অপরদিকে, যার বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত সদস্য বিনোদ গোস্বামী বলেন, পঞ্চায়েত প্রধানের থেকে কোনরকম কাজের ক্ষেত্রে সহযোগিতা তিনি পান না। আজ তিনি যখন প্রধানের সহকারীর সাথে দপ্তরে কথা বলছিলেন তখন প্রধান আচমকাই এসে তাঁর সাথে বাদানুবাদ শুরু করেন। এতে তিনি উত্তেজিত হয়ে টেবিলে চাপড় মারেন। কিন্তু সেই টেবিল থেকে আদৌ প্রধানের আঘাত লেগেছে কিনা তা তিনি জানেন না। তবে পরে প্রধানের স্বামী ও তাঁর দলবল তাঁকে মারধর করে, যার জেরে তিনি গলায় ও মাথায় আঘাত পেয়েছেন বলে অভিযোগ।
এদিকে ঘটনার পর পঞ্চায়েত দপ্তরের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুর্গাপুরে আসছেন তৃণমূল সুপ্রমো, তাঁর আগে শাসকদলের এই গোষ্টীদ্বন্দ্ব বেশ অস্বস্তিতে ফেলেছে ঘাস ফুল শিবির।