কাঁকসায় বুথ দখলের অভিযোগ বিজেপির
আমার কথা, কাঁকসা, ৮ জুলাই:
শনিবার সকাল থেকে নির্বিগ্নে ভোট গ্রহণ পর্ব শুরু হলেও বেলা বাড়তেই কাঁকসার বিভিন্ন এলাকায় বুথ দখলের অভিযোগ তুললো বিজেপি।
বিজেপির কাঁকসা ২নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালির অভিযোগ দিদির উন্নয়ন বাহিনীর দ্বারা বুথ দখলের মাধ্যমে ও ছাপ্পা ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবেই কাঁকসায় ভোট চলছে।
গোটা কাঁকসা ব্লকেই বুথ দখল হয়ে গেছে বলে দাবি তার। অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচনে বহিরাগতদের দিয়ে বুথ দখল হলেও এবার পঞ্চায়েত ভোটে লোকাল গুণ্ডাদের দিয়েই বুথ দখল হয়েছে বলে তার অভিযোগ।
যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের মনোনীত জেলা পরিষদের প্রার্থী বৈশাখী ব্যানার্জি বলেন বিজেপির কাজ হলো অভিযোগ করা।বিজেপি মিথ্যা অভিযোগ করছে।
সমস্ত জায়গায় শান্তিপূর্ণ ভাবেই ভোট চলছে কোথাও কোনো সমস্যা নেই।
স্পর্শকাতর বুথ গুলিতে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। বাকি সমস্ত বুথেই রয়েছে রাজ্য পুলিশ।