পিসিকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ ভাইপোদের বিরুদ্ধে
আমার কথা, লাউদোহা, ২০ মে:
আগুন পুড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম চায়না বাউরি(৫৩)। মাকে খুন করা হয়েছে, অভিযোগ মৃতার ছেলের। ফরিদপুর(লাউদোহা) থানার কাঁটাবেড়িয়া গ্রামের বাউরি পাড়ার ঘটনা।
রবিবার সন্ধ্যা বেলায় কাঁটাবেড়িয়া গ্রামের বাউরি পাড়াতে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হন চাইনা বাউরী (৫৩) নামে এক মহিলা। বাড়ির বাইরে একটি আমড়া গাছের তলাতে অগ্নিদগ্ধ অবস্থায় ওই মহিলার চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে। এসে দেখে চায়নাদেবী জ্বলছেন। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে। রাতে হাসপাতালে মৃত্যু হয় মহিলার। মাকে আগুন লাগিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মৃত চাইনা দেবীর ছেলে প্রদীপ বাউরি। তিনি জানান বেশ কয়েক বছর আগে মামার ছেলেরা মিথ্যা অপবাদ দিয়ে বাবা মা সহ আমাদের গ্রাম ছাড়া করে। এরপর থেকে মা, বাবা কখনো আমার বাড়ি কখনো বোনের বাড়িতে থাকতেন। ইচ্ছে হলে মাঝে মধ্যে মা যেতেন কাঁটাবেড়িয়ায় গ্রামের বাড়ি। সেখানে গেলে মামার ছেলে বাবলু বাউরি, কার্তিক বাউরি ও তার স্ত্রী সরস্বতী বাউরি মায়ের উপর অত্যাচার চালাতো। সম্পত্তির লোভে তারা এই কাজ করতো। গতকাল প্রতিবেশীদের কাছ থেকে মায়ের অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে গ্রামে যায়। ঘরের ভেতর মায়ের কাপড়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। কোন ক্রমে মা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। মামার দুই ছেলে, এক ছেলের স্ত্রী এরাই সম্পতি হাতানোর লোভে মাকে খুন করেছে বলে দাবি করেন প্রদীপবাবু।
সোমবার খোঁজ নিয়ে জানা যায় ময়না তদন্তের পর মৃত দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে থানা সূত্রে খবর। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।