শাসকদলের মদতে পুকুর ভরাটের অভিযোগ দুর্গাপুরে
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১৬ফেব্রুয়ারীঃ
পুকুর ভরাটের অভিযোগ উঠল দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা গ্রাম এলাকায়। স্থানীয়দের অভিযোগ দীর্ঘ ৪০ বছর ধরে এই পুকুরের জল মানুষ ব্যবহার করে আসছে। এছাড়াও ঝাঁঝড়া গ্রাম মূলত কৃষি প্রধান গ্রাম বলেই পরিচিত। এলাকার বহু চাষী এই পুকুরের জলকে চাষের কাজে ব্যবহার করে আসছেন দীর্ঘদিন ধরে।
স্থানীয় বাসিন্দা সুজন সূত্রধরের অভিযোগ সোমবার থেকে সুপরিকল্পিত ভাবে পুকুর ভরাটের কাজ চালাচ্ছেন এলাকারই শাসক দলের ঘনিষ্ট এক ব্যক্তি। সূত্রের খবর যদিও যেটিকে পুকুর বলা হচ্ছে সেই জায়গাটি ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ড অনুযায়ী পুকুর নয়, সেটি একটি ডাঙ্গা। কিন্তু ৪০ বছর সেই জায়গাটি একটা জলাশয় রূপেই দেখে আসছে গ্রামবাসীরা। তাই তাদের মতে এই পুকুরটি ভরাট হয়ে গেলে স্থানীয় মানুষজনের যেমন সমস্যা হবে তেমনি এলাকার চাষীরাও ক্ষতিগ্রস্থ হবেন। তাই কোনো ভাবেই এই পুকুর ভরাট হতে দেবেন না তারা।
মঙ্গলবার সকালে গ্রামের কিছু মানুষ সেই পুকুর ভরাটের কাজ বন্ধ করতে আসেন। খবর দেওয়া হয় লাউদোহার ফরিদপুর থানায়। ঘটনাস্থলে ফরিদপুর থানার পুলিশ এসে পুকুর ভরাটের কাজ বন্ধ করতে নির্দেশ দেয় সাথে প্রমান স্বরূপ জায়গার উপযুক্ত কাগজপত্র নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের কাছে ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করতে বলে। বন্ধ হয়ে যায় পুকুর ভরাটের কাজ।
যদিও পুকুর ভরাটের বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত ব্যক্তি। তার দাবি তিনি পুকুর ভরাট করেননি, তিনি পুকুর কাটার জন্য মেশিন লাগিয়েছিলেন। তবে এর বেশি তিনি কিছু বলতে চাননি।