প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে, প্রতারনার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৩০জুনঃ
রানীগঞ্জের এক চিকিৎসকের বিরুদ্ধে যৌণ শোষনের অভিযোগ আনলেন অন্ডালের এক মহিলা। প্রথম বিয়ে লুকিয়ে সুনন্দা পাল নামে অন্ডালের ওই মহিলাকে বিয়ে করে তাঁকে দীর্ঘদিন ধরে যৌণ শোষন করে যাচ্ছেন ওই চিকিৎসক বলে অভিযোগ। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
সুননদা পালের অভিযোগ, ২০১৮ সালে রানীগঞ্জের একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসক পার্থ সিনহার সাথে পরিচয় হয় তাঁর। পরিচয় থেকে প্রেম আর তারপর স্থানীয় একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন তাঁরা। ওই দম্পতির একটি মেয়েও রয়েছে। সুনন্দার অভিযোগ ইতিমধ্যেই তিনি আরো দুবার গর্ভবতী হয়েছিলেন কিন্তু তাঁর চিকিৎসক স্বামী তাঁকে গর্ভপাত করতে বাধ্য করেন। এদিকে সুনন্দা পাল জানতে পারেন তাঁর চিকিৎসক স্বামীর আরো একটি সংসার আছে। আছেন প্রথম পক্ষের স্ত্রী ও তাদের দুটি সন্তান আর এই বিষয়টি তাঁর কাছে লুকিয়ে গেছিলেন পার্থ সিনহা বলে অভিযোগ। সুনন্দাদেবীর আরো অভিযোগ, পার্থ সিনহার প্রথম পক্ষের পরিবার তাঁকে পার্থ সিনহাকে ছেড়ে দেওয়ার জন্য হুমকিও দিয়েছেন দিন কয়েক আগে। এদিকে দিন দুয়েক ধরে সুনন্দাদেবীর সাথে কোনো যোগাযোগ রাখছেন না তাঁর চিকিৎসক স্বামী। ফোনও ধরছেন না আর তাই বাধ্য হয়েই আজ বৃহস্পতিবার রানীগঞ্জের ওই বেসরকারী হাসপাতালে স্বামীর খোঁজে পৌঁছোন তিনি। তবে পার্থ সিনহার সাথে কোনোরকম যোগাযোগ করা যায়নি।
প্রসঙ্গতঃ সুনন্দা পালেরও আগে একবার বিয়ে হয়েছিল আর সেই পক্ষের একটি সন্তান রয়েছে। তবে প্রথম পক্ষের স্বামীর সাথে আদালতে ডিভোর্সের মামলা চলছে।