সরকারী পাট্টার জমি চুরির অভিযোগ তৃণমুল নেতার বিরুদ্ধে
আমার কথা, কাঁকসা, ২৪ জুলাইঃ
সরকারি পাট্টার জমি নিজের পরিবারের সদস্যদের নামে রেকর্ড করিয়ে নেওয়ার অভিযোগ উঠলো কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ নব কুমার সামন্তের বিরুদ্ধে।এই অভিযোগ তুলে বুধবার দুপুর ১টা নাগাদ কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিলো বিজেপি কর্মী সমর্থকরা।এদিন এই কর্মসূচিতে উপিস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা,গলসি ছয় নম্বর মন্ডলের সভাপতি পরিতোষ বিশ্বাস,বিজেপি নেতা অভিজিৎ চন্দ্র,পঙ্কজ জয়সওয়াল সহ অন্যান্যরা।
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মার অভিযোগ কাঁকসা ব্লকের বিভিন্ন জায়গায় পাট্টার জমি অন্যের নামে রেকর্ড হয়ে গেছে।এই ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতিও তার পরিবারের সদস্য দের নামে পাট্টার জমি রেকর্ড করে নিয়েছে।একই সাথে এলাকায় পুকুর ভরাট সহ যে সমস্ত জায়গায় জলা জমি ভরাট করে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে সেই সমস্ত বেআইনি কাজ বন্ধ করে বিষয়টি তদন্ত করে যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়।সেই বিষয়ে তারা ডেপুটেশন দেন।
অন্য দিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নব কুমার সামন্তের দাবি বিজেপি অনেক কিছুই অভিযোগ করে।তারা যা অভিযোগ তুলেছে তার বিরুদ্ধে সেটা তারা প্রমান করে দেখাক।