দুর্গাপুরে তৃণমূল ছাত্র নেতার বাড়িতে আগুন, কাঠগড়ায় বিজেপি, অভিযোগ অস্বীকার

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২ডিসেম্বরঃ
দুর্গাপুরের ১৯নং ওয়ার্ডের অন্তর্গত নিশানহাট এলাকার বাসিন্দা তথা তৃণমূলের প্রাক্তন ছাত্র নেতা দীনেশ মাজির বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অগ্নিকান্ডের এই ঘটনার পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের হাত রয়েছে বলে অভিযোগ উঠছে।
দিনেশ মাজির অভিযোগ, রানীগঞ্জে মুখ্যমন্ত্রীর সভার পর সেদিনই সন্ধের পর এলাকার অয়েকজন যুবক যারা সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত তাঁরা ঝামেলা করে, সাথে দিনেশকে মারধরও করে বলে অভিযোগ। এরপর ফের গতকাল শুক্রবার তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে দাবি করছেন দীনেশ। এই অগ্নিকান্ডের জেরে দীনেশের বাড়ির একাংশ পুড়েছে, পুড়েছে ঘরের একটি খাট। একটি গবাদি পশুর শরীরের কিছু অংশও ঝলসে গেছে বলে অভিযোগ। দীনেশের আরো অভিযোগ, তিনি একসময় মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। বর্তমানে তিনি তৃণমূল ছাত্র পরিষদের সাথে এখনও যুক্ত রয়েছে। সেই কারনে বিজেপির তাঁর উপর রাগ আর তাতেই তাঁরা এই আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির তরফে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে দীনেশের বাড়িতে আগুন তাদের কোনো কর্মী লাগায়নি। কোনোভাবে আগুন লেগে গেছে, আর সেই আগুন দেখে বরং এলাকার কয়েকজন বিজেপি কর্মী এগিয়ে যায় আগুন নেভাতে। এখন উলটে তাদেরই ফাঁসিয়ে দেওয়ার মতলব করছে তৃণমূল। যখনই কোনো ঘটনা ঘটে তাতে বিজেপিকে দোষী সাব্যস্ত করাটা নিয়মে দাঁড়িয়ে গেছে শাসকদলের। বিজেপির পক্ষ থেকে পুলিশকে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য দাবি জানানো হচ্ছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দুর্গাপুর থানার পুলিশ। সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।