মমতা বন্দোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ অন্ডালে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১মার্চঃ
দল নেত্রী তথা নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির উপর হামলার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
অন্ডাল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার দশটা থেকে সাড়ে দশটা থেকে ১০:৩০ পর্যন্ত অন্ডাল মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
উল্লেখ্য, বুধবার নন্দীগ্রামে প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিয়ে এলাকায় প্রচারে বের হন। প্রচার শেষে গাড়িতে বসে থাকার সময় আচমকা বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যাক্তি তার উপর হামলা চালায় বলে অভিযোগ করেন স্বয়ং মমতা ব্যানার্জি। তার পায়ে চোট লাগে। তড়িঘড়ি চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় কলকাতা এসএসকেএম হাসপাতালে। এ খবর চাউড় হতে রাজ্য ও দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার রাতেই রাজ্যের বিভিন্ন অংশে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল ছাত্র পরিষদ নেতা কৌশিক মন্ডল জানান হেরে যাওয়ার ভয়ে বিজেপির চক্রান্ত করে দলনেত্রীর উপর হামলা চালিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তিনি।