কাঁকসায় বিজেপির দেওয়াল দখলের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে, মিথ্যে অভিযোগ দাবি তৃণমূলের
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১২মার্চঃ
কাঁকসার সিংপাড়ায় বিজেপির দেওয়াল দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে কাঁকসা সিংপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা বলেন নির্বাচন কমিশনের নানান বিধিনিষেধ চালু হয়ে গেছে কিন্তু তার পরেও পানাগড় বাজারে বেশ কয়েকটি সরকারি দেওয়ালে তৃণমূলের ব্যানার পোস্টার ঝুলছে। প্রশাসনকে এই বিষয়ে জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। গতকাল রাত্রে বিজেপির একটি দেওয়াল তৃণমূল জোর করে দখল করে নেয়। শনিবার এই বিষয়ে নির্বাচন কমিশনে একটি লিখিত অভিযোগ করেন বিজেপি কর্মী সমর্থকরা।
অপরদিকে কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সহ-সভাপতি সমরেশ ব্যানার্জি বলেন যে দেওয়াল দখলের কথা বিজেপি বলছে সে দেওয়াল দীর্ঘদিন ধরে তৃণমূল দখল করে আছে এবং তার যথেষ্ঠ প্রমাণ এবং অনুমতি তৃণমূলের কাছে রয়েছে। মিথ্যা অভিযোগ করছে বিজেপি। এলাকায় উত্তেজনা ছড়ানোর এবং প্রচারের আলোয় আসার চেষ্টা করছে বিজেপি বলে অভিযোগ তার।