মলানদিঘিতে তৃণমূল কর্মীদের উপর কেন্দ্রীয় বাহিনীর হামলার অভিযোগ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬এপ্রিলঃ
তৃণমূল কর্মীদের মারধর সাথে দলীয় কার্যালয়ে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর। ঘটনায় আহত হয়েছে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের মলানদিঘির ২১৫নং বুথে।
তৃণমূল কর্মী সদানন্দ ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য্যরা জানান, সোমবার সপ্তম দফার ভোটের দিন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের মলানদিঘির ২১৫বুথ কেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরে তৃনমূলের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এদিন সকালে দলীয় কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছিল। অভিযোগ আচমকাই কেন্দ্রীয় বাহিনীর দুটি গাড়ি সেই কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়। এরপরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশের কর্মীরা সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। মারধর করা হয় তাদের। ভেঙ্গে দেওয়া হয় কার্যালয়ের চেয়ার। জওয়ান্দের এই হামলার জেরে তিনজন তৃণমূল কর্মী আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল কর্মীরা অভিযোগ করছে বিজেপি কর্মীদের কথা মতো চলছে কেন্দ্রীয় বাহিনী। কাঁকসা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে। পরে সেই তালা খুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।