তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, দুর্গাপুরে বিক্ষোভ হকারদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০মেঃ
ব্যবসা করতে গেলে দিতে হবে টাকা ,দাবী স্থানীয় তৃণমূল নেতার। আর এই টাকা দিতে রাজি না হওয়ায় বেশ কয়েকজন হকারকে মারধরের অভিযোগ ঐ তৃণমূল নেতার বিরুদ্ধে। খোকন রুইদাস নামে স্থানীয় ঐ তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবীতে উত্তেজিত হকার ও তার পরিবারের সদস্যরা থানার সামনে এসে তুমুল বিক্ষোভ দেখালো। রবিবার দুর্গাপুরের মুচিপাড়া এলাকার এই ঘটনায় নিমেষে উত্তেজনা ছড়ালো। উত্তেজিত হকার ও তার পরিবারের সদস্যরা বিধাননগর ফাঁড়ির সামনে তুমুল বিক্ষোভ শুরু করে। হকারদের অভিযোগ, খোকন রুইদাস নামে এই তৃণমূল নেতা ব্যবসা শুরুর জন্য এক লক্ষ ও মাসহারা বাবদ ১৬০০ টাকা চাইছে। টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করা হচ্ছে, অথচ তারাও তৃণমূল করেন। রবিবার সকালে মুচিপাড়ার এক হকারের বাড়ীতে ঢুকে ব্যাপক মারধর করে খোকন রুইদাস ও তার অনুগামীরা , এমনই অভিযোগ হকারদের । প্রতিবাদ করতে গেলে আরো বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ।
বেশ কয়েকবার এই তৃণমূল নেতার তান্ডবের শিকার তারা হয়েছেন, থানায় আসার অপরাধে ঐ হকারদের মারধরও করা হয়েছিল।
উত্তেজিত হকার ও তার পরিবারের সদস্যরা বিধাননগর ফাঁড়ির সামনে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তাহলে প্রয়োজনে আরো বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারী হকাররা।
স্থানীয় পুরমাতা অঙ্কিতা চৌধুরী পুরো বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখতে অনুরোধ করেছেন । তিনি জানান যে কেউ দোষী সাব্যস্ত হলে আইন আইনের পথেই চলবে ।