পানাগড়ে রাজ্য সড়কের ধারে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ প্রভাবশালী ব্যাক্তির বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ২৬জুলাইঃ
লকডাউনের মধ্যেই পুকুর ভরাট করে পাঁচিল দিয়ে ঘিরে তা দখল করে নেওয়ার অভিযোগ উঠছে প্রকাশ দাস নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনাটি কাঁকসা থানার অন্তর্গত দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায়।
স্থানীয় বাসিন্দা শম্ভূ রায় জানান যে, ওই এলাকায় রাজ্য সড়কের ধারে বহু পুরাতন একটি পুকুর রয়েছে। ওই এলাকারই বাসিন্দা প্রকাশ দাস সেই পুকুরটিতে মাটি ফেলে ধীরে ধীরে তা ভরাট করে। শুধু তাই নয় মাতি ফেলে পুকুরের চারিদিকে পাঁচিল দিয়ে ঘইরে ফেলারও অভিযোগ উঠছে ওই ব্যাক্তির বিরুদ্ধে। শম্ভুবাবুর আরো অভিযোগ, লকডাউনের মধ্যে কিভাবে একজন ব্যক্তি প্রশাসনের নাকের ডগায় এভাবে অবৈধভাবে পুকুর ভরাট করে তাঁর দখল নিতে পারে?
এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রকাশ দাস বলেন যে ওই স্থানে কোনো পুকুরই নাকি ছিল না। তাই পুকুর ভরাটের কোনো প্রশ্নই আসে না। আর যদি তিনি সত্যি কোনো অবৈধ কাজ করে থাকেন তাহলে যারা অভিযোগ করছেন তাঁরা থানায় কেন কোনো লিখিত অভিযোগ জানাচ্ছেন না?
তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। মাটি ফেলার দুটি যন্ত্র বাজেয়াপ্ত করে, সাথে পাঁচিলগুলি ভেঙ্গে ফেলে কাজ বন্ধের নির্দেশ দেয়।
স্থানীয় সুত্রে খবর, প্রকাশ দাস নিজেকে একজন লেখক বলে পরিচয় দেন। তিনি এলাকায় একজন প্রভাবশালী ব্যাক্তি বলে পরিচিত। ওই এলাকায় যখনই পুকুর ভরাটের মতো কাজ হয়েছে তখনই তিনি তা নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। অথচ সর্ষের মধ্যে ভূতের মতো তিনি নিজেই আজ এই অবৈধ কাজটি করছেন।