দুর্গাপুরে ফি বৃদ্ধির প্রতিবাদে বাধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পথ অবরোধ ছাত্রীদের

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১জানুয়ারীঃ
বর্ধিত ফি নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে অভিভাবকদের আর এই অভিযোগে পথ অবরোধ করে প্রতিবাদের পথে হাটলেন দুর্গাপুরের বিধানচন্দ্র ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের ছাত্রীরা।
বেশ কিছুদিন ধরেই ওই স্কুলের অভিভাবকরা এই মর্মে আন্দোলন চালাচ্ছেন যে তাঁরা টিউশন ফি দিতে রাজি, কিন্তু কোনো বাড়তি ফি কিংবা রি-অ্যাডমিশন ফি তাঁরা দিতে পারবেন না। এই ইস্যু নিয়ে আজ সোমবার ফের স্কুলের সামনে অভিভাবকরা প্রইবাদে সামিল হন। অভিযোগ সেই সময় বি-জোন ফাঁড়ির পুলিশ গিয়ে অভিভাবকদের বাধা দেয়। অভিযোগ পুলিশ বলপূর্বক তাদের এই আন্দোলনে বাধা দেয়। অভিভাবকদের সাথে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ। এরপর কয়কজন অভিভাবককে আটক করে থানায় নিয়ে যায় বলেও অভিযোগ। এরই প্রতিবাদে রাস্তায় বসে পড়ে ছাত্রীরা। অবরোধ করে পথ। সব ,ইলিয়ে চরমে ওঠে পরিস্থিতি। প্রায় ঘন্টা দুয়েক ধরে চলে এই অবরোধ। পরে অভিভাবকদের থানা থেকে ছেড়ে দেওয়া হলে অবরোধ তুলে নেয় ছাত্রীরা।