বিডিওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অভিযোগ অস্বীকার
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৯ নভেম্বরঃ
অন্ডাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস-এর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে সরব হলেন পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মধ্যক্ষদের একাংশ। অভিযোগের নিষ্পত্তি-র আর্জি জানিয়ে জেলাশাসককে তারা চিঠিও লেখেন। বিডিওর সাথে সমিতির সদস্যদের একাংশের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে ছড়িয়েছে চাঞ্চল্য। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এমন ঘটনা বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
বিক্ষুব্ধ পঞ্চায়েত সমিতির সদস্যদের পক্ষে রঞ্জিত ধীবর, মধু সিং, হারাধন ধীবর জানান বিডিও বিভিন্ন দপ্তরের কাজকর্ম নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মধ্যক্ষদের কিছুই জানান না। তাদের অন্ধকারে রেখে সব রকম সিদ্ধান্ত নেন বিডিও নিজে। কোন বিষয়ে কর্মধ্যক্ষরা আলোচনা করতে চাইলে বিডিও সাহেব তা এড়িয়ে যান।
সম্প্রতি শিক্ষা দপ্তরে একজন কর্মী নিয়োগ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মাধ্যক্ষ রঞ্জিতবাবুর অভিযোগ তার দপ্তরে কর্মী নিয়োগ নিয়ে তাকে কিছুই জানানো হয়নি। সম্পূর্ণ অনৈতিকভাবে বিডিও সাহেব এই কাজটি করেছেন বলে রঞ্জিতবাবুর অভিযোগ। বিডিওর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন বিক্ষুব্ধ সদস্য ও কর্মধ্যক্ষরা। বৃহস্পতিবার জেলাশাসককে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তারা।
এদিকে, বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন অভিযোগ ভিত্তিহীন। সব কাজ হয়েছে নিয়ম মেনে। এদিকে দ্বন্দ্ব ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। বিক্ষুব্ধরা সকলেই শাসকদলের সদস্য। তাই এই দ্বন্দ্বের পেছনে দলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখছেন অনেকে।
এ প্রসঙ্গে দলের ব্লক সভাপতি কালোবরণ মন্ডল জানান বিক্ষুব্ধরা সঠিক কাজ করেনি। পদক্ষেপ করার আগে দলকে জানানো উচিত ছিল। বিক্ষুব্ধদের কাজ দল সমর্থন করছে না বলেও জানান কালোবরন বাবু।