সালানপুরে বহিরাগতদের দিয়ে ছাপ্পাভোটের অভিযোগ, ব্যাপক উত্তেজনা
আমার কথা, আসানসোল, ৮ জুলাই:
ভোটের শেষ বেলায় উত্তেজনা পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের পাতাল প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। ৯২ নাম্বার বুথে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছিলো তবে দুপুর ১:৪০ নাগাদ বেশকিছু বহিরাগত ব্যক্তি বুথে ঢুকে হুমকি দিতে থাকে। ভোটকর্মীদের চুপচাপ বসতে বলে এবং ছাপ্পা ভোট দিতে থাকে বলে অভিযোগ। তবে তাদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তিনটি ব্যালট বাক্স ভোট কেন্দ্রের সামনে পুকুরে ফেলে দেয় বলে জানান ফার্স্ট পোলিং অফিসার। গোটা ঘটনার অভিযোগ উঠে শাসক দলের বিরুদ্ধে। এর পরেই ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। বন্ধ হয়ে যায় ভোট গ্রহণের কাজ।ঘটনাকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকার মানুষের মধ্যেও। ক্ষোভের আঁচ গিয়ে পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার নেতৃত্বের বাড়িতে চালানো হয় ব্যাপক ভাঙচুর বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এই বুথে বিকেল ৫টা নাগাদ পূনরায় ভোট গ্রহণ চালু হয়। তবে অন্যদিকে তৃণমূল নেতাদের পাল্টা অভিযোগ তাদের বাড়িতে বিজেপির দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায়।