রাস্তা তৈরীর সামগ্রী চুরির অভিযোগ বিধায়কের ভাইপোর বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৯ ডিসেম্বরঃ
কাঁকসার বাবনাবেরা গ্রামে পাথর চুরির ঘটনায় দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘোড়ুই এর ভাইপোর নাম জড়িয়ে পড়ার পর দীর্ঘ কয়েক ঘন্টা পরে অবশেষে চুরির কথা স্বীকার করে চুরির সামগ্রীর দাম অনুযায়ী ৫০হাজার টাকার চেক তুলে দেওয়া হয় ঠিকাদারের হাতে।
বৃহস্পতিবার সকালে রাস্তা তৈরীর পাথর সহ অন্যান্য সামগ্রী চুরির অভিযোগ ওঠে পশ্চিম বর্ধমান জেলার বিজেপির জেলা সভাপতি তথা দুর্গাপুর পশ্চিম বিধান সভার বিধায়ক লক্ষ্মণ ঘরুই এর ভাইপো’র বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কাঁকসা থানার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের বাবনাবেড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসী চুরি করার সময় বিধায়কের ভাইপো হৃদয় ঘোড়ুই’কে হাতে নাতে ধরে তাকে আটকে রাখে। এলাকাবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে সরকারি প্রকল্পের রাস্তা তৈরির সামগ্রী চুরি করছিলো হৃদয় ঘোড়ুই। অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে নেয়।
তৃণমূলের অভিযোগ, এর আগেও ওই বিজেপি বিধায়কের আর এক ভাইপো সহদেব ঘোড়ুই এলাকার এক নাবালিকা’কে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ওই অভিযুক্ত ভাইপো বর্তমানে এলাকা ছেড়ে পলাতক। ফের অপর এক ভাইপোর নামে সরকারি সামগ্রি চুরির অভিযোগ উঠলো। অবশেষে চুরির ঘটনা স্বীকার করে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এর ভাইপো হৃদয় ঘরুই চুরি করা সামগ্রীর দাম অনুযায়ী ৫০ হাজার টাকার চেক রাস্তা তৈরিতে নিযুক্ত ঠিকাদারের হাতে তুলে দেয়।
গণেশ বৈরাগী নামের ওই ঠিকাদার জানিয়েছেন তিনি রাতেই খবর পেয়েছেন রাস্তা থেকে নির্মাণসামগ্রী চুরি হয়েছে। এরপর আজ সকালে ঘটনাস্থলে এসে তিনি এই বিষয়ে এলাকার বাসিন্দাদের কাছে দাবি করেন ক্ষতিপূরণ বাবদ তার নির্মাণসামগ্রীর টাকা তাকে দেওয়া হোক। অবশেষে এলাকাবাসীর সামনেই ঠিকাদারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয় হৃদয় ঘোড়ুই।
বিজেপি নেতা লক্ষণ ঘোড়ুই জানিয়েছেন যেহেতু তিনি বিধায়ক তাই তার নাম জড়ানো হচ্ছে। তার ভাইপো যদি চুরি করে থাকে তাহলে সে অন্যায় করেছে সে তার অন্যায়ের শাস্তি পাবে। কিন্তু তিনি শহরে থাকেন তার ভাইপোরা গ্রামে থাকে। সুতরাং চক্রান্ত করে এ ঘটনায় তাকে বদনাম করার জন্য তার নাম জড়ানো হচ্ছে।
অপরদিকে কাঁকসা ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি বলেন বিজেপির এটাই চরিত্র। যা ঘটেছে তা সবাই দেখতে পাচ্ছে। এখানে চক্রান্তের কিছু নেই।
রাজবাঁধ থেকে বিহারপুর পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ চলছে সেই কাজের নির্মাণসামগ্রী রাস্তায় পড়েছিল সেই নির্মাণসামগ্রী চুরি করছিলো। গ্রামের মানুষ হাতে নাতে তাকে ধরেছে এবং সে স্বীকারও করেছে। এখানে রাজনীতির কোনো চক্রান্ত নেই।