কাঁকসায় স্বাস্থ্যসাথী কার্ডের টোকেন বিলি নিয়ে উপপ্রধানকে শাসানির অভিযোগ দলের একাংশের বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১০ফেব্রুয়ারীঃ
বিধানসভা নির্বাচনের আগে ফের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব চলে এলো প্রকাশ্যে। রাজ্য সরকারের স্বাথ্যসাথী কার্ডের জন্য টোকেন পঞ্চায়েত এলাকায় দফতর থেকে নয়, দিতে হবে দলীয় কার্যালয় থেকে এমনটাই দাবি দলের কিয়দংশের আর এই প্রস্তাব না মানার জন্য উপপ্রধানের বাতিতে তান্দ চালানোর অভিযোগ উঠল।
কাঁকসা ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শম্পা পালের অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলার কাজ শুরু হয়েছে বামুনাড়া এলাকায়। পঞ্চায়েত প্রধানের নির্দেশ অনুযায়ী ছবি তোলার জন্য টকেন দেওয়ার কাজ শুরু হয়েছে পঞ্চায়েত দফতর থেকে। তবে যারা সময়মতো কাজের জন্য পঞ্চায়েত দফতরে যেতে পারছেন না তাদের কিচু টোকেন তিনি নিজের বাড়ি থেকে দিচ্ছিলেন। কিন্তু আচমকাই সজল রায়, বাপ্পা গোস্বামী যারা এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত তাঁরা ইপপ্রধানের কাছে এসে দাবি করতে থাকেন টোকেন তৃণমূলের দলীয় কার্যালয় থেকে দিতে হবে। শুধু তাই নয় শম্পাদেবীর আরো অভিযোগ অভিযুক্তরা তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এমনকি তাঁর শ্লীলতাহানিও করে। তবে অভিযোগ এও যে শুধু উপপ্রধান নয় অভিযুক্ত তৃণমূলকর্মীরা বামুনাড়া এলাকায় অঞ্চল সভাপতি বিকাশ রায়কেও এই একই বিষয়ে হুমকি দিয়েছে।
উপপ্রধান শম্পা পাল বর্তমানে তাঁর দলেরই এই কর্মীদের জন্য আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। পাশপাশি তিনি এই দলীয় কর্মীদের হাত থেকে বাঁচতে পুলিশের সাহায্য চেয়েছেন বলে জানান।
আর কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন। এর মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের এহেন ঘটনার প্রভাব কতটা পড়বে তা সময়ই বলবে।