আসানসোল পুরভোটে অশান্তি, বিরোধী প্রার্থী ও কর্মীকে মারধরের অভিযোগ
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল, রানীগঞ্জ) ১২ ফেব্রুয়ারীঃ
আসানসোলের ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী আর্দশ শর্মাকে কে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । লালবাংলো স্কুলে বুথ দখলের অভিযোগ পেয়ে সেখানে যখন যান আদর্শ শর্মা আর তা নিয়ে প্রতিবাদ করতে গেলে তখন তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ আর এই ঘটনার পেছনে ওই ওয়ার্ডেরই তৃণমূল প্রার্থী শ্যাম সোরেনের হাত রয়েছে বলেও অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের প্রার্থী শ্যাম সোরেন। তিনি বলেন বুথ দখলের কোনো ব্যাপারই ছিল না। পঞ্চাশ শতাংশ ভোট হয়ে যাওয়ার পরে তিনি বলছেন বুথ দখল করা হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অক্লপনীয় অভিযোগ। পুরোটাই ওনার নাটক।
অন্যদিকে, আসানসোলের ৫২ নম্বর ওয়ার্ডের ১ নাম্বার হেল্থ সেন্টার ছিন্নমস্তাকা বুথে বিজেপি কর্মী প্রান্তিক মাহাতাকে মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রান্তিক মাহাতোর অভিযোগ, বুথ জ্যামের অভিযোগ পেয়ে আমরা সেখানে যাই। পুলিশকেও জানাই বিষয়টা। কিন্তু পুলিশ নীরব দর্শক হয়ে ছিল। বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করতে গেলে আমাকে ২০-২৫ জন মিলে টেনে বাইরে নিয়ে মারধর করে।