দুর্গাপুরে বিজেপির কার্যালয়ে ভাঙ্গচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০নভেম্বরঃ
দুর্গাপুরের মৃত যুবক স্বরূপ সৌয়ের মৃত্যুর ঘটনার রেশ কেটেও যেন কাটছে না। রাজনৈতিক চাপানউতোর লেগেই রয়েছে এই ঘটনাকে ঘিরে। ওই যুবক নিজেদের কর্মী আর তাঁকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এই অভিযোগ তুলে দুর্গাপুর থানা ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছিল বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু পুলিশী তদন্ত শুরু হওয়ার পর স্বরূপকে খুন করানোর অভিযোগে গ্রেফতার হন স্বরূপের মা ও দাদা। কিন্তু তাদের এই গ্রেফতারের পেছনেও রাজনৈতিক চাপ রয়েছে বলে দাবি করা হয় বিজেপির পক্ষ থেকে। আর এতেই ক্ষিপ্ত ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে একটি প্রতিবাদ মিছিল বের হয় পারুলিয়া স্বরূপের গ্রামে। এরপরেই ওই গ্রামে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙ্গচুর চালানো হয় আর বিজেপি অভিযোগ আনে যে এই ভাঙ্গচুরের পেছনে তৃণমূলের হাত রয়েছে। এর প্রতিবাদে আজ অর্থাৎ শুক্রবার সকালে ওই গ্রামে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্বে আনে দুর্গাপুর থানার পুলিশ।
যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ১নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ১০নং ওয়ার্ডের পুরপিতা রাজীব ঘোষ বলেন, “স্বরূপ সৌয়ের মৃত্যুর ঘটনায় বিজেপি আমাদের দলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা যে মিথ্যা সেটা পুলিশী তদন্তে উঠে এসেছে। বরং দেখা গেছে এই খুনের পেছনে সরূপের পরিবারের লোক ও বিজেপিরই দলের কর্মী যুক্ত। তাই আমাদের দলের পক্ষ থেকে গতকাল পারুলিয়া গ্রামে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। আর বিজেপির দলীয় কার্যালয়ে যে ভাঙ্গচুর চালানো হয় তার সাথে আমাদের দলের কোনো কর্মী জড়িত নয়। স্বরূপের আত্মীয় পরিজন আর ওই গ্রামেরই যারা স্বরূপের শুভাকাঙ্খী তাঁরাই এই কাজটি করেছেন যা আমরা একদমই সমর্থণ করি না।”