বারাবনিতে সিপিএম প্রার্থীর ডিসিআর কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আমার কথা, আসানসোল, ৯ জুনঃ
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই আসানসোলের বারাবনিতে সিপিএম প্রার্থীদের ডিসিআর কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । সিপিএমের রাজ্য কমিটির সদস্য গৌরাঙ্গ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার রাজ্য জুড়েই বামফ্রন্টের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। সেই মতো আসানসোলের বারাবনি ব্লক দপ্তর থেকে ডিসিআর তোলেন সিপিএম প্রার্থীরা। কিন্তু তাদের অভিযোগ সেখানে বিডিও অফিস ঘিরে রাখে তৃণমূলের গুন্ডাবাহিনী। পরে সিপিএমের তিন প্রার্থীর কাছে থাকা ডিসিআর কেড়ে নেয় তৃণমূলীরা বলেও অভিযোগ করা হচ্ছে বামেদের পক্ষ থেকে। গোটা বিষয়টি জেলা নির্বাচনী আধিকারিকের কাছে ওভার ফোনে অভিযোগ জানানো হয়েছে।তবে সিপিএমের এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি সিপিএমের পক্ষ থেকে এই ধরনের মিথ্যে অভিযোগ তুলে অপপ্রচার ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারা প্রার্থী দিতে পারছেন না ।তাই প্রথম থেকেই এই ধরনের অপপ্রচারের খেলা শুরু করেছে সিপিএম।
তৃণমূল নেতা তথা আসানসোল পুরসভার মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জি বলেন সিপিএমের পক্ষ থেকে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।
বারাবনির ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা অসিত সিংহ এদিন বিরোধীদের উদ্দেশ্যে বলেন,অপপ্রচার না করে শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন জমা দিক বিরোধীরা।
সিপিএমের বারাবনি এরিয়া কমিটির সম্পাদক তপন দাসের অভিযোগ, পনেরোটি ডিসিআর কাটা হয়েছিল এদিন। বেশ কয়েকজন এই ডিসিআর নিয়ে যখন ফিরছিলেন তখন এই ১৫টি ডি সিআর তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তপন বাবুর কাছেও ৬টি ডিসিআর ছিল। সেই গুলিও ছিনিয়ে নেই তৃণমূলীরা বলে অভিযোগ।