মিশ্র ইস্পাত কারখানায় ঝলসে যাওয়া কর্মীর মৃত্যু
আমার কথা, দুর্গাপুর, ১০ মার্চ:
কারখানায় দুর্ঘটনায় মৃত্যু মিছিলে নাম লেখালেন আরো এক শ্রমিক। মিশ্র ইস্পাত কারখানায় গলিত লোহায় ঝলসে যাওয়া কর্মী ঋষিরাজ দাসের আজ অর্থাৎ রবিবার সকালে মৃত্যু হল হাসপাতালে। এদিকে ৬ মার্চ দুর্গাপুর ইস্পাত কারখানায় গলিত লোহায় পুড়ে যাওয়া এক প্রশিক্ষণরত কর্মী সর্বশিৎ ধাঙড়ের মৃত্যু হয় হাসপাতালেই।
প্রসঙ্গত: ৩ মার্চ মিশ্র ইস্পাত কারখানার এসএমএস বিভাগে ল্যাডেল উলটে গলিত লোহায় পুড়ে যান ঋষিরাজ দাস। তিনি বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই রবিবার তাঁর মৃত্যু হয়।
সেইলের দুটি ইউনিট দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানায় বেড়েই চলেছে দুর্ঘটনার সংখ্যা আর সেই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন কর্মীরা। কারখানায় কেন বার বার এত দুর্ঘটনা ঘটছে, কর্মীদের নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষই বা কেন এতটা উদাসিন তা নিয়ে সরব হয়েছে শ্রমিক সংগঠনগুলি। তবে তাতে কি আদৌ কর্তৃপক্ষের ভাতঘুম কাটবে, প্রশ্ন তুলছেন আতঙ্কিত কর্মীরা।