হারের জন্য পোলিং এজেন্ট বসতে না দেওয়া, ছাপ্পা ভোটকে দায়ী করলেন আলুওয়ালিয়া
আমার কথা, আসানসোল, ৮ জুনঃ
নিজের পরাজয়ের জন্য বুথে পোলিং এজেন্ট বসতে না দেওয়া ও ছাপ্পা ভোটকে দায়ী করলেন আসানসোল কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুওলিয়া। শনিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি।
আসানসোল লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া কে প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হোন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ভোটের ফল ঘোষণার চার দিন পর শনিবার আসানসোল কোর্ট মোর সংলগ্ন বিজেপির দলীয় দপ্তরে এদিন সাংবাদিক সম্মেলনে করেন পরাজিত প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া। তার সাথে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, কুলটি কেন্দ্রের বিজেপি বিধায়ক অজয় পোদ্দার সহ অন্যরা। আলুওয়ালিয়া প্রথমেই অভিনন্দন জানান এই কেন্দ্রের জয়ী প্রার্থী তৃণমূলের শত্রুঘ্ন সিনহাকে। নিজের পরাজয় প্রসঙ্গে বলেন প্রায় ৩০০ বেশি বুথে দলের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি। সে সব বুথে অবাধে ছাপ্পা ভোট হয়েছে। পরাজয়ের এটা অন্যতম কারণ বলে মন্তব্য করেন তিনি । পাশাপাশি বলেন প্রার্থী হওয়ার পর প্রচারের সময় এই এলাকায় বেশ কিছু সমস্যা চোখে পড়েছে যেমন এলাকায় শিল্প নেই, পানীয় জল, দূষণ, কয়লা খনি এলাকায় ধসের সমস্যা রয়েছে। সাংসদ হলে এই সকল সমস্যার সমাধান করার জন্য ব্লু প্রিন্ট তৈরি করেছিলাম । কিন্তু এখন সে কাজ করার সুযোগ রইল না। যিনি সাংসদ নির্বাচিত হয়েছেন এই সকল বিষয়গুলিতে তিনি নজর দেবেন বলে আশা প্রকাশ করেন আলুওয়ালিয়া । পরাজয়ের কারণ দল আগামী দিনে পর্যালোচনা করবে। এলাকাতে দলের সাংগঠনিক দুর্বলতা থাকলে আগামী দিনে দল নিশ্চয়ই তা মেরামত করতে উদ্যোগী হবে।
অন্যদিকে পরাজিত বিজেপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য নেতা ভি, শিবদাসন দাশু বলেন ভোটের দিন বিজেপি প্রার্থীর মুখে কোন অভিযোগ শোনা যায়নি। পরাজয়ের কারণে এখন তিনি অজুহাত খুঁজছেন। তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে, বিজেপিকে শুধু ভোটের সময় দেখা যায় । তাই ভোটাররা তৃণমূলকে সমর্থন করেছে আর বর্জন করেছে বিজেপিকে এটাই আসল সত্য।