বিতর্কের মাঝেই মহিলা পরিচালিত দুর্গাপুজোর খুঁটি পুজো খান্দরাতে
আমার কথা, অন্ডাল, ১১ সেপ্টেম্বর:
আরজি কর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ধর্ষণ খুনের ঘটনায় এখনো জারি রয়েছে আন্দোলন। ঘটনার প্রতিবাদে বেশ কিছু পুজো কমিটি এবার সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে পুজো উৎসবে সামিল হতে আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রতিবাদে সরব হয়েছেন আন্দোলনকারীরা। এই আবহে বুধবার বিকেলে খান্দরা হাই স্কুল চত্বরে খুঁটি পূজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু হলো মহিলাদের পরিচালিত সর্বজনীন দুর্গা পুজোর। বিধি,বিধান মেনে শাস্ত্রমতে খুঁটি পুজোর মাধ্যমে এদিন মণ্ডপ তৈরির কাজ শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কালোবরণ মন্ডল, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, অন্ডাল পঞ্চায়েত সমিতির সদস্য কৌশিক মন্ডল সহ মহিলা পুজো কমিটির পদাধিকারীক ও সদস্যরা।
কমিটির পক্ষে মধুমিতা দে বলেন চার বছর আগে কয়েকজন মহিলার উদ্যোগে সর্বজনীন দুর্গা পুজোটি শুরু হয়। এবার পুজো পড়লো চার বছরে। সরকারি অনুদান ছাড়াই নিজেদের উদ্যোগে চাঁদা তুলে পুজো করা হয় বলে জানান তিনি। অন্যদিকে জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় বলেন তিলোত্তমার জন্য সবার মন ভারাক্রান্ত। সবার মত আমরাও চাই তিলোত্তমা বিচার পাক দ্রুত। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাশাপাশি দুর্গাপুজোও হোক। কারণ দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই পুজোর সাথে প্রতিটি বাঙালির আবেগ জড়িয়ে আছে।