করোনার আতঙ্কের মাঝেই পান্ডবেশ্বরে কোলিয়ারীতে আগুনের আতঙ্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩০মার্চঃ
করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই আগুনের আতঙ্ক গ্রাস করে বসল পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বর থানার অন্তর্গত কেন্দা এরিয়ার ছোঁড়া ১০নং পিট কোলিয়ারীতে। আজ অর্থাৎ সোমবার বেলা ১১টা ২০ নাগাদ ওই কোলিয়ারির গোডাউনে আগুন লেগে যায়। গোডাউন ও গোডাউন সংলগ্ন এলাকা ধোঁয়ায় ভরে যায়। আগুন লাগার খবর নিমেষে ছড়িয়ে পড়ে কোলিয়ারী চত্বরে। প্রথমে খনির কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে না আসায় দমকল বিভাগে খবর দেওয়া হলে রানীগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে তারপর আগুন নিয়ন্ত্রনে আনে। আগ্নিকান্ডের জেরে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি, তবে আগুনের গ্রাসে গোডাউনে রাখা বেশ কয়েক লক্ষ টাকার গাড়ির পুরোনো টায়ার ভস্মীভূত হয়ে যায়। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান সম্ভবতঃ শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে আগুন লাগার সঠিক কারন কি তা জানার জন্য তদন্ত করা হবে বলে জানানো হয়েছে কোলিয়ারী কর্তৃপক্ষের তরফে।